ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

মেসিকে ধরে রাখতে দি পলের দিকে নজর ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জুলাই ৭, ২০২৫
মেসিকে ধরে রাখতে দি পলের দিকে নজর ইন্টার মায়ামির লিওনেল মেসি ও রদ্রিগো দি পল/সংগৃহীত ছবি

লিওনেল মেসির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তার মধ্যেই আর্জেন্টাইন মহাতারকাকে দলে ধরে রাখতে সম্ভাব্য পদক্ষেপ নিতে শুরু করেছে ইন্টার মায়ামি।

সর্বশেষ খবরে জানা গেছে, আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার এবং মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দি পলকে দলে নেওয়ার কথা ভাবছে ক্লাবটি।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম স্তম্ভ ছিলেন দি পল। মেসির সঙ্গে তার বন্ধুত্ব এবং মাঠে বোঝাপড়াও ছিল অসাধারণ। এই সম্পর্ককে কাজে লাগিয়ে মেসির দীর্ঘমেয়াদি থাকার সম্ভাবনা বাড়াতে চায় মায়ামি।

আতলেতিকো দি পলের জন্য ১৭ মিলিয়ন ডলারের দাম হাঁকিয়েছে। এই দাম কিছুটা নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জনি কার্ডোসোর সম্ভাব্য দলবদলের প্রেক্ষিতে। মার্কিন সংবাদমাধ্যম ‘মায়ামি হেরাল্ড’-এর দাবি, ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন—যা আলোচনার ইঙ্গিতই দিচ্ছে।

তবে দি পলকে দলে টানতে কিছু বাধাও রয়েছে। নেইমার ও কেভিন ডি ব্রুইনকে নিতে চেয়েছিল মায়ামি। কিন্তু এমএলএসের কঠোর ট্রান্সফার বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। এ নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে মায়ামি। দি পলের বেলায়ও ভিন্ন পদ্ধতিতে তাকে দলে নিতে হতে পারে।

এছাড়া, মায়ামির মিডফিল্ড ইতিমধ্যেই শক্তিশালী। বুসকেতস ও বেঞ্জামিন ক্রেমাসকির উপস্থিতিতে সেখানে নতুন করে জায়গা তৈরি করাও চ্যালেঞ্জের হবে। বিশেষজ্ঞদের মতে, দি পল মূলত বুসকেতসের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে বিবেচনায় আছেন, কারণ এই মৌসুমেই শেষ হচ্ছে বুসকেতস ও লুইস সুয়ারেজের চুক্তি।

৩১ বছর বয়সী দি পল এখনও ফর্মের তুঙ্গে আছেন। গত মৌসুমে তিনি ছিলেন লা লিগার ‘টিম অব দ্য ইয়ার’-এ। এমন একজন বিশ্বমানের বক্স-টু-বক্স মিডফিল্ডার মায়ামিতে যোগ দিলে দলটির শক্তি যেমন বাড়বে, তেমনি মেসির থাকার সম্ভাবনাও বাড়তে পারে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।