সেপ্টেম্বরে ইউরোপের কোনো দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। পাশাপাশি শ্রীলঙ্কায় একটি চার জাতি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছিল।
তবে প্রস্তুতির গতি থেমে থাকছে না। পরিবর্তিত সূচিতে এবার নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী ও সামিত সোমরা। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল।
ফিফা র্যাংকিং অনুযায়ী, নেপাল বর্তমানে ১৭৫তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ফলে শক্তির দিক থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি। তবে পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় দল কমিটির সদস্য ছাইদ হাসান কানন।
নেপালের বিপক্ষে এই দুই ম্যাচ শেষে বাংলাদেশ নিজেদের মাঠে অক্টোবর মাসে মুখোমুখি হবে হংকংয়ের। ওই ম্যাচটিও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এআর/আরইউ