অবসর শব্দটা ভয়চেক স্ট্যান্সনির জীবনে একবার ঢুকেছিল ঠিকই, কিন্তু তা যেন বেশিদিন স্থায়ী হতে পারেনি। গোলকিপার জীবনের শেষ পর্ব মনে করেই পেশাদার ফুটবলকে বিদায় বলেছিলেন গত বছরের আগস্টে।
কিন্তু জীবনের নাটকীয় মোড় ঘোরে ঠিক দুই মাসের ব্যবধানে। অক্টোবরে বার্সেলোনা তার দরজায় কড়া নাড়লে, ফের মাঠে ফেরেন ৩৫ বছর বয়সী এই পোলিশ গোলকিপার। আর এবার তো ফিরেই পুরোদমে থাকছেন। গতকাল ক্লাব আনুষ্ঠানিকভাবে বার্সা জানায়, ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্ট্যান্সনির সঙ্গে।
মূল গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোটের পরই পরিস্থিতি বদলে যায়। শূন্যতা পূরণে বার্সা যে ডাক দিয়েছিল, তাতে সাড়া দিয়েই মুল মাঠে ফেরেন স্ট্যান্সনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলের ভরসার প্রতীক হয়ে উঠেন এই অভিজ্ঞ গোলকিপার। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ সবখানেই অবদান রেখে সিজনে খেলেন ৩০টি ম্যাচ।
চুক্তি নবায়নের ব্যাপারে আগে থেকেই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত মে মাসেই তিনি বলেছিলেন, নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন এবং সিদ্ধান্ত নেবেন স্ত্রীর সঙ্গে আলোচনা করে। অবশেষে সেই সিদ্ধান্তে এসেছে ইতিবাচক সাড়া।
স্ট্যান্সনির নতুন চুক্তির ফলে বার্সার গোলপোস্টে এখন দাঁড়ানোর মতো চারজন গোলরক্ষক! ফিট হয়ে ফিরেছেন টের স্টেগেন, দলে আছেন ইনিয়াকি পেনিয়া এবং সদ্য দলে ভেড়ানো হয়েছে এস্পানিওল থেকে ২৪ বছর বয়সী প্রতিভাবান জোয়ান গার্সিয়াকে, যাকে স্পেনের ভবিষ্যৎ তারকা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এ অবস্থায় কারো না কারো ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একাডেমি থেকে উঠে আসা ইনিয়াকি পেনিয়া এরই মধ্যে নতুন ক্লাবের খোঁজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে বার্সেলোনার নাকি ভালো প্রস্তাব পেলে টের স্টেগেনকেও ছাড়ার সম্ভাবনা আছে। যদিও জার্মান গোলকিপার নাকি নিজেই বার্সা থেকে যেতে আগ্রহী।
২০০৯ সালে আর্সেনালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা স্ট্যান্সনি জুভেন্টাস ছাড়ার পরই গত বছর আগস্টে অবসরের ঘোষণা দেন। এর আগে ধারে খেলেছেন ব্রেন্টফোর্ড ও রোমার হয়ে। তবে অবসরের কয়েক সপ্তাহ পরই বার্সেলোনার ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন তিনি।
কোচ হান্সি ফ্লিকের আস্থা জয় করার পাশাপাশি মাঠের বাইরেও নিজের ব্যবহার, পেশাদারিত্ব আর স্থিরতা দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন স্ট্যান্সনি।
আরইউ