মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান,
‘আমি (ফাইনাল) ম্যাচে যাচ্ছি’।
আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে এই বহুল আলোচিত ফাইনাল, যেখানে ফ্লুমিনেন্সেকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা চেলসির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা প্যারিস সেইন্ট জার্মেই।
ট্রাম্পের এই ঘোষণা আসে একদিন পরই, যখন ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে তাদের নতুন অফিস চালু করেছে।
ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বিগত বছরগুলোতে দৃঢ় হয়েছে। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনো তার বিজয় সমাবেশ ও অভিষেক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। ইনফান্তিনো এই সম্পর্ককে ‘চমৎকার বন্ধুত্ব’ হিসেবে বর্ণনা করেছেন।
২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক করা হয়, তখন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। নতুন মেয়াদে আবার ক্ষমতায় ফিরে ট্রাম্প সেই বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল ট্রাম্প টাওয়ারে এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন,
‘শুধু ক্লাব বিশ্বকাপ আর আগামী বছরের বিশ্বকাপ নয়, নিউইয়র্কে আমাদের অফিস থাকাটা জরুরি। ’
এ সময় তার পাশে ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প।
ইনফান্তিনো প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ফুটবলের বড় সমর্থক’ বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রে ফিফার নানা আয়োজনের প্রতি তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বাজেট বিলেও ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২৫ মিলিয়ন ডলার।
গত এক বছরে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা আরও বেড়েছে। ফ্লোরিডার মার-এ-লাগোতে একাধিকবার দেখা গেছে তাদের। এমনকি ফিফার বার্ষিক কংগ্রেস উপেক্ষা করে ইনফান্তিনো সম্প্রতি ট্রাম্পকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলের সফরেও যান, যা ইউরোপীয় ফুটবল নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে, ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের উপস্থিতি খুব একটা আশ্চর্যের কিছু নয়।
এর আগে নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জানান, তিনি নিজেই ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মারফি বলেন,
‘আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তখন ভেবেছিলাম, তিনি নাও আসতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে, তিনি আসছেন!”
মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক মজা করে ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি কি নিজেই ট্রফি নিয়ে যাবেন? জবাবে ট্রাম্প হেসে বলেন,
‘হ্যাঁ, আমি ট্রফি নিয়ে যাচ্ছি। ওটা আমার অফিসেই আছে!’
সম্ভবত তিনি ট্রাম্প টাওয়ারে প্রদর্শিত ক্লাব বিশ্বকাপ ট্রফির কথাই বলছিলেন, যদিও এটি হয়তো হোয়াইট হাউসে রাখা বিশ্বকাপের রেপ্লিকা ট্রফির দিকেও ইঙ্গিত হতে পারে।
(সূত্র: দ্য অ্যাথলেটিক)
এমএইচএম