ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে একেবারেই ছন্দহীন পারফরম্যান্সে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপার স্বপ্ন ভাঙল রিয়াল মাদ্রিদের। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে ছিটকে পড়ে ইউরোপের সফলতম দলটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে লুইস এনরিকের দল। প্রথম চার মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া দুটি দুর্দান্ত সেভ করলেও রক্ষণভাগের চূড়ান্ত ব্যর্থতার সুযোগ নিয়ে দ্রুত দুটি গোল করে এগিয়ে যায় পিএসজি। প্রথমে ফাবিয়ান রুইস এবং পরে ওসমান দেম্বেলে জালে বল পাঠান। এরপর ২৪তম মিনিটে আবারও রুইস গোল করে দলের ব্যবধান ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। কোর্তোয়া কিছু সেভ করলেও রিয়াল আক্রমণে ছিল নখদন্তহীন। বরং শেষ দিকে আরও একবার জালে বল পাঠান গন্সালো রামোস। ওই গোল উদযাপন তিনি উৎসর্গ করেন প্রয়াত সতীর্থ দিয়াগো জোতাকে, যিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ম্যাচে খেলতে নামলেও সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে নিজের উপস্থিতির জানান দিতে পারেননি কিলিয়ান এমবাপে। একই অবস্থা রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রেরও।
এই হারের মধ্য দিয়ে শুধু ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েই নয়, মৌসুম শেষ হলো রিয়ালের জন্য ট্রফিশূন্যতায়। পাশাপাশি ম্যাচটি ছিল রিয়ালের দুই অভিজ্ঞ খেলোয়াড় লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেসের শেষ ম্যাচ।
এদিকে পিএসজির সামনে এবার সুযোগ তাদের ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের। আগামী রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির।
আরইউ