বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫। স্বাগতিক বাংলাদেশ দল শক্তিশালী জয়ে শুরু করেছে, শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে।
ম্যাচ শেষে সাগরিকা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করতে পেরে খুব ভালো লাগছে। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। ”
তবে প্রথমার্ধে সহজ ছিল না বাংলাদেশের পথ। টানা বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হয়ে খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।
তিনি বলেন, “মাঠের খারাপ অবস্থার কারণে আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। অনেক কাদা জমে ছিল। কিন্তু আমাদের কোচ আমাদের উৎসাহ দিয়েছেন এবং বলেছেন আমরা ভালো খেলতে পারব। সেই কথাই মাথায় রেখে আমরা দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছি। ”
সাগরিকাও জানালেন, এই বড় জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। “অবশ্যই আত্মবিশ্বাস বেড়েছে। সামনে ম্যাচগুলোতে আমাদের আরও ভালো খেলতে হবে,” বললেন তিনি।
এই জয়ে বাংলাদেশ টুর্নামেন্টে শক্তিশালী উপস্থিতির বার্তা দিয়েছে। এখন দলের লক্ষ্য আগামীর ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স দিয়ে শিরোপা ধরে রাখা।
এমএইচএম