ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, জুলাই ১৪, ২০২৫
লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ  সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ প্রথমবার অংশ নিয়েই রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এই অর্জনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন অধ্যায়।

লা-লিগার এই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ একে একে হারায় স্পেন, পাকিস্তান ও স্বাগতিক মালয়েশিয়াকে। অপরাজিত থেকেই ফাইনালে উঠে আজ আবার মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচের ৩৫তম মিনিটে গোল করে চ্যাম্পিয়ন হয় মালয়েশ

প্রথমবারের মতো লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয় ‘হ্যালো সুপারস্টারস’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কঠোর বাছাইয়ের পর। অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধিত্ব করে জাফরানি স্পোর্টিং ক্লাব, যাদেরকে লা-লিগা অংশগ্রহণের অনুমতি দেয়।

হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায় ১০ জুলাই বাংলাদেশ দল মালয়েশিয়ায় পাড়ি জমায়। কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে তারা ভারত, পাকিস্তান, স্পেন এবং মালয়েশিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো রানার্সআপ হয়ে ইতিহাস রচনা করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লা-লিগার আয়োজক ড্যানিয়েল ওং বাংলাদেশ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য হ্যালো সুপারস্টারসের উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ড. কামরুল আহসানের নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক পরিচিতির কারণেই লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে যুক্ত করা সম্ভব হয়েছে।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।