মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছে বাংলাদেশ। টানা জয়ের ধারায় আছে দলটি।
এই জয়ে আসরের শিরোপার আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।
আজকের ম্যাচটি একটি কারণে ফুটবল ইতিহাসে বিরলতম। সকাল থেকেই বৃষ্টির কারণে ভেজা মাঠেই শুরু হয় ম্যাচ। প্রথমার্ধ আয়োজিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে। তবে প্রথমার্ধের ম্যাচের পর প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর সিদ্ধান্ত আসে ম্যাচের বাকি অংশ হবে বসুন্ধরার অনুশীলন মাঠে।
এক ম্যাচে দুই ভেন্যুর এমন নজির এর আগে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। এর বেশকিছু সময় পরে সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে ম্যাচ পরিচলানা করার।
আজ একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরুতে সুবিধা করতে পারছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দুই দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। শুরুতেই (৫৩ মিনিটে) গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
শান্তির দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ৭৬তম মিনিটে বদলি নামা মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মুনকি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।
৭৯ মিনিটে শান্তি মার্ডি হ্যাটট্রিক পূর্ণ করেন। সতীর্থের ক্রসে শান্তি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। আর তাতে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে নেপাল। এই ম্যাচটিও বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে আয়েজিত হবে।
এআর/এমএইচএম