নেইমার জুনিয়রের জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু—কখনো মাঠে তার জাদুকরী ফুটবল, আবার কখনো মাঠের বাইরে বিলাসী জীবনযাপন। এবার আলোচনায় এলেন আরেকটি অদ্ভুত ও ব্যয়বহুল শখের জন্য।
ব্যাটম্যান-ভক্ত নেইমার নিজেকে উপহার দিয়েছেন একেবারে সিনেমার মতো দেখতে ‘ব্যাটমোবাইল’, যার দাম ১.৮ মিলিয়ন ডলার! কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই গাড়ি দিয়ে তিনি রাস্তায় নামতেই পারবেন না—কারণ এটি পাবলিক রোডে চালানোর জন্য অনুমোদিত নয়।
এই ব্যাটমোবাইলটি তৈরি করা হয়েছে ক্রিশ্চিয়ান বেল অভিনীত ব্যাটম্যান ট্রিলজির বিখ্যাত ‘টাম্বলার’ গাড়ির আদলে। তিন বছর সময় লেগেছে এটি তৈরি করতে। ব্রাজিলের ডিজাইনার আদেমার ক্যাবরালের তত্ত্বাবধানে প্রায় ৫০ জনের একটি দল তৈরি করেছে এই একক সংস্করণের গাড়ি, যার পেছনে আছে আগুন ছোঁড়ার মতো ফিচার, আর ভেতরে বসানো হয়েছে শক্তিশালী ভিএইট ইঞ্জিন—৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন।
গাড়িটি আগে ছিল সাও পাওলোর কাছে সাও রোক শহরের ‘ড্রিম কার মিউজিয়াম’-এ। সেখান থেকে এখন এটি স্থান পেয়েছে নেইমারের ব্যক্তিগত গ্যারাজে।
ব্যাটম্যানের প্রতি নেইমারের ভালোবাসা নতুন নয়। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্যারিস প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রবার্ট প্যাটিনসন ও জোই ক্রাভিট্জের সঙ্গে। এমনকি সম্প্রতি সান্তোস এফসি-র ড্রেসিংরুমে তাকে দেখা গেছে ব্যাটম্যানের থিমে সাজানো পোশাকে।
৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। সম্প্রতি কন্যা ‘মেল’-এর জন্মের মাধ্যমে চতুর্থবারের মতো বাবা হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতেই হয়তো নিজেকে দিয়েছেন এমন ব্যতিক্রমী এক উপহার।
নেইমারের গাড়ির সংগ্রহ বরাবরই ঈর্ষণীয়। এর আগে তার গ্যারেজে জায়গা করে নিয়েছে অডি আরএইট স্পাইডার, ফেরারি পুরোসাঙ্গু, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনি হুরাকান এবং একাধিক বেন্টলি কন্টিনেন্টাল জিটি—যার অনেকগুলোই তিনি সংগ্রহ করেছিলেন সৌদি প্রো লিগে খেলার সময়।
ফর্ম হারিয়ে ফেলা নেইমার মাঠে যতই সমালোচিত হোন না কেন, মাঠের বাইরে তার জীবনযাপন, স্টাইল ও ব্যতিক্রমী সিদ্ধান্ত—সবই যেন আলোচনার কেন্দ্রবিন্দু।
এমএইচএম