ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

আবার এক মঞ্চে মেসি-রামোস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুলাই ২২, ২০২৫
আবার এক মঞ্চে মেসি-রামোস! লিওনেল মেসি ও সের্হিও রামোস/সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বে বিরল এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্টিন। ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচে একই মাঠে নামছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সাবেক সতীর্থ লিওনেল মেসি ও সের্হিও রামোস।

এল ক্লাসিকোর দীর্ঘ ইতিহাসের দুই মহাতারকার এই পুনর্মিলন শুধু একটি প্রদর্শনী ম্যাচ নয়—এ যেন স্মৃতির খাতা উল্টে দেখা, এক দশকের ফুটবলযুদ্ধের ছায়া।

এই বছরের অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের কিউটু স্টেডিয়ামে। মঙ্গলবার হবে ‘স্কিলস চ্যালেঞ্জ’, আর মূল অল-স্টার ম্যাচ মাঠে গড়াবে বুধবার রাতে। দুই প্রতিদ্বন্দ্বী লিগ—মেজর লিগ সকার (এমএলএস) ও লিগা এমএক্স এর সেরা খেলোয়াড়েরা মুখোমুখি হবেন এই জমকালো উৎসবে।

বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি ও সিএফ মন্তেরেইর সেন্টারব্যাক রামোস, দুজনেই একসময় ছিলেন লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মূল ভরসা। এরপর ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তারা একসঙ্গে খেলেছেন পিএসজিতে।

এই ম্যাচ যেন একদিকে তাদের সেই শত্রুতা-ভরা সম্পর্কের স্মরণ, আবার অন্যদিকে বন্ধু হয়ে ওঠার গল্পও। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিছক প্রদর্শনী নয়—এ এক রোমাঞ্চকর সময়চিত্র।

এমএলএস অল-স্টার দলে রয়েছেন: ইরবিং ‘চুকি’ লোসানো (সান দিয়েগো এফসি), দিওগো রসি (কলম্বাস ক্রু), এভান্দের (এফসি সিনসিনাটি), জর্দি আলবা (ইন্টার মায়ামি)

লিগা এমএক্স দলের তারকাদের মধ্যে থাকছেন: হামেস রোদ্রিগেস (লেয়োন), আলেক্সিস ভেগা (তোলুকা), সের্হিও কানালের (মন্তেরেই)

এমএলএস দলের কোচ নিকো এস্তেভেস (অস্টিন এফসি), আর লিগা এমএক্স দলকে নেতৃত্ব দেবেন আঁদ্রে জারদিন (ক্লাব আমেরিকা)।

৩৮ বছর বয়সী মেসি বর্তমানে এমএলএস-এ দুর্দান্ত ফর্মে আছেন। শেষ সাত ম্যাচে করেছেন ১২ গোল, যার মধ্যে রয়েছে ৬টি জোড়া গোল। ১৮ ম্যাচে ১৮ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় আছেন প্রথম অবস্থানে, সমানসংখ্যক গোল করে তার সঙ্গে আছেন ন্যাশভিল এসসি-র স্যাম সুরিজ।

এই অল-স্টার ম্যাচের এক সপ্তাহ পরই শুরু হচ্ছে ২০২৫ লিগস কাপ—যেখানে অংশ নেবে এমএলএস ও লিগা এমএক্স-এর ১৮টি করে দল। আগামী ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরগুলোর একটি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।