নারী কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান আসরে এখন পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে কিশি নুনিয়েজ এবং দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডোর গোল দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।
এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০, চিলির বিপক্ষে ২-১ এবং পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সব ম্যাচই অনুষ্ঠিত হয় ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে ৭ পয়েন্ট পাওয়া উরুগুয়ে। চিলি (৬ পয়েন্ট) পঞ্চম স্থানের জন্য লড়বে, আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে স্বাগতিক ইকুয়েডর ও পেরু।
এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ ‘বি’র শেষ রাউন্ডের ম্যাচ থেকে। সেখানে ব্রাজিল ও কলম্বিয়ার লড়াইয়ে যে হারবে, তার বিপক্ষেই নামবে আর্জেন্টিনা। সম্ভাবনা রয়েছে ভেনেজুয়েলারও, তবে গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তাদের সুযোগ ক্ষীণ।
আরইউ