ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ফুটবল

‘মিশন এক্স’ সফল, মরক্কোকে হারিয়ে আফ্রিকার চ্যাম্পিয়ন নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, জুলাই ২৭, ২০২৫
‘মিশন এক্স’ সফল, মরক্কোকে হারিয়ে আফ্রিকার চ্যাম্পিয়ন নাইজেরিয়া শিরোপা হাতে নাইজেরিয়ার মেয়েদের উল্লাস/সংগৃহীত ছবি

আফ্রিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে আবারও নাইজেরিয়ার নাম। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নারী আফ্রিকা কাপ অব নেশনস (ডব্লিউএএফসিওএন) ২০২৫ ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে দুই গোল পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ গোলে জয় তুলে নেয় সুপার ফ্যালকনসরা।

এর মধ্য দিয়ে তারা জিতে নিল টুর্নামেন্টের রেকর্ড ১০ম শিরোপা—যার নাম দিয়েছিল ‘মিশন এক্স’।

প্রথমার্ধেই মরক্কো এগিয়ে যায় ২-০ গোলে। ১২ মিনিটে নাইজেরিয়ার রক্ষণভাগের ভুলে চেববাক দূরপাল্লার এক নিখুঁত শটে গোল করেন। ২৪ মিনিটে সানা মেসৌদি পাঁচ ম্যাচ পর জালে বল জড়িয়ে দলকে আরও এগিয়ে দেন।

নাইজেরিয়ার কাছে এটা ছিল এই আসরে প্রথম ওপেন প্লে থেকে গোল হজম। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও তারা আক্রমণে ছিল নিষ্প্রভ। তবে বিরতির পর মাঠে নামে এক ভিন্ন রূপের নাইজেরিয়া।

৬৪ মিনিটে ভিডিও রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি পায় নাইজেরিয়া। এস্টার ওকোরোনকো ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে। ৭ মিনিট পর আবারও আলো ছড়ান ওকোরোনকো—ডান দিক থেকে দারুণভাবে বল বাড়িয়ে দেন, যা থেকে ফোলাশাদে ইজামিলুসি সমতা ফেরান।

৮৮ মিনিটে আসে ম্যাচের মোড় ঘোরানো গোল। ওকোরোনকোর ফ্রি কিক থেকে জেনিফার ইচেগিনি দুর্দান্ত হেডে বল পাঠান জালে। গোটা অলিম্পিক স্টেডিয়াম স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়, নাইজেরিয়া উল্লাসে ফেটে পড়ে।

এর একদিন আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঘানা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।  

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।