ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন।
ক্লাব সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়েই খেলবে। আশা করছি ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় পৌঁছাবে। ’
সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে বেড়ে ওঠা মিচেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল কিংস সভাপতির। তিনি আরও জানান, ‘ধারে নয়, পুরোপুরি কিংসের খেলোয়াড় হিসেবেই তাকে দলে নিয়েছি। ’
ইউরোপের কোনো ক্লাব থেকে খেলোয়াড় আনতে সাধারণত রিলিজ ক্লজের কারণে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। তবে মিচেলের ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানায়নি বসুন্ধরা কিংস। ইংল্যান্ডের সম্ভাবনাময় ফুটবলার মিচেলের বাংলাদেশে প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত ফুটবল মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।
কিউবা ঢাকায় এসে প্রথমে কিংসের ক্যাম্পে যোগ দেবেন। কারণ আগামী ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের ম্যাচ রয়েছে। আন্তর্জাতিক দায়িত্ব শেষে কিংস ও আবাহনীর খেলোয়াড়রা পরে যোগ দেবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে।
এদিকে জানা গেছে, কিউবা মিচেল ইতোমধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক তালিকায় রয়েছেন। জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ।
কিউবার পরিবারের সঙ্গে বসুন্ধরা কিংসের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। সেই আস্থা ও যোগাযোগের ভিত্তিতেই তিনি ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের প্রিমিয়ার লিগে পা রাখছেন। তবে ইউরোপের উন্নত ফুটবল পরিবেশ ছেড়ে তার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হতে অপেক্ষা করতে হবে ঢাকায় তার আগমন পর্যন্ত।
আরইউ