ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

ফুটবল

ঋতুপর্ণার শেষ মুহূর্তের গোলে থিম্পুকে হারাল পারো এফসি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, জুলাই ৩০, ২০২৫
ঋতুপর্ণার শেষ মুহূর্তের গোলে থিম্পুকে হারাল পারো এফসি

ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা সন্ধ্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে।

পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থাকায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম অর্ধ। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়ায় পারো এফসি। ৫১ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন শ্যারন ফুং।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

১-১ গোলে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের নিয়তি বদলে দেন ঋতুপর্ণা। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পারো এফসি। এই জয়ে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।