আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলো ভাইগান্টের গোলে লিগস কাপে রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির পাস থেকে হওয়া এই গোল বৈধ ঘোষণা করে ভিএআর, যা নিশ্চিত করে মেসিদের ২-১ ব্যবধানের জয়।
মায়ামির মাঠে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সময় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। বল দখলে এগিয়ে থাকা মায়ামি ১৯টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। আতলাসের ১৫ শটের মধ্যে ৭টি ছিল টার্গেটে।
৫৮ মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি আসে মেসির পাসে তাদেও আইয়েন্দের পা থেকে। তবে ৮০ মিনিটে রিভালদো লোসানোর গোলে সমতায় ফেরে আতলাস।
ম্যাচের নির্ধারিত সময় শেষে নাটকীয় মুহূর্ত আসে যোগ করা সময়ে। মেসির দুর্দান্ত থ্রু পাসে বল পান লুইস সুয়ারেস। উরুগুইয়ান ফরোয়ার্ডের কাছ থেকে ফের বল পেয়ে বক্সের ভেতরে হালকা টোকায় গোলমুখে পাঠান মেসি। সেখান থেকে শুয়ে পা বাড়িয়ে জালে পাঠান ভাইগান্ট। সহকারী রেফারির অফসাইডের ইঙ্গিত বাতিল করে ভিএআর গোলটি বৈধ ঘোষণা করলে উল্লাসে ফেটে পড়ে মায়ামি শিবির।
দলের হয়ে গোল না পেলেও দুটি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। এ ম্যাচ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের।
মেক্সিকোর লিগা এমএক্স ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের লিগস কাপ। ৩৬ দলের আসরে অংশ নিচ্ছে এমএক্সের ১৮ দল ও এমএলএসের সেরা ১৮ দল।
আরইউ