ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়লেন মেসি, ফের ইনজুরির শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, আগস্ট ৩, ২০২৫
মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়লেন মেসি, ফের ইনজুরির শঙ্কা সংগৃহীত ছবি

ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার মাত্র ১১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাসার বিপক্ষে খেলার সময় চোট পান আর্জেন্টাইন অধিনায়ক।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই বল নিয়ে ডি-বক্সে ঢোকার সময় নেকাসার রাউল সানচেস ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় মেসির। পড়ে যাওয়ার পর রাগে মাটিতে হাত দিয়ে আঘাত করেন তিনি। কয়েক মিনিট হাঁটাহাঁটি করে চোট কাটিয়ে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়। তার বদলে খেলায় নামেন ফেদেরিকো রেদোন্দো।

ইন্টার মায়ামির কোচ এবং মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাচেরানো ম্যাচ শেষে বলেন, 'লিও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল। চোট কতটা গুরুতর, তা এখনই বলা যাচ্ছে না। তবে সে তেমন ব্যথা অনুভব করেনি। আশা করছি বড় কিছু না। '

মেসির ক্যারিয়ারে হ্যামস্ট্রিং ইনজুরি নতুন কিছু নয়। আগের কয়েক মৌসুমেও তিনি একাধিকবার বিভিন্ন পায়ের ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চলতি বছরই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলতে পারেননি বাঁ দিকের অ্যাডাক্টর চোটের কারণে।

এ বছর ইন্টার মায়ামির হয়ে তিনি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, ক্লাব বিশ্বকাপ, লিগস কাপ ও এমএলএস। এমএলএসেই মেসির গোল ১৮টি, অ্যাসিস্ট ৯টি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।