ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

ফুটবল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই/

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, আগস্ট ৮, ২০২৫
তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব ছবি: বাফুফে

শুরুর দিকে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শিখা সিনহার গোলে এগিয়ে যাওয়ার পর শান্তি মার্দির দারুণ গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়।

 

শুক্রবার লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা। নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পেয়েছেন।

এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ের পর রোববার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।

অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোলমুখ থেকে নবীরন খাতুন বল ঠেলতে ব্যর্থ হন। দুই মিনিট পর পাল্টা আক্রমণে তিমুর লেস্তে বিপদ তৈরি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেডে ঠেকিয়ে দেন জয়নব বিবি রিতা।

২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ—যা ছিল এক নিখুঁত গোল। কিছুক্ষণ পরই আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুন গোল করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলার মধ্যে থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৭৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন।

৮১তম মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোল বড় জয় নিশ্চিত করে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।