টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের মনোনয়নে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এবারও বাদ পড়ায় পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন।
রিও আভের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদোর সোজাসাপ্টা উত্তর, ‘এটা কাল্পনিক’।
এর আগে গত বছরও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পুরস্কার জেতায় রোনালদো মন্তব্য করেছিলেন, ‘এটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভিনিসিয়ুসেরই পাওয়া উচিত ছিল। অনেকবার এমন অনুভব করেছি, রাগও পেয়েছি। পরে বুঝেছি—এগুলো এমন লড়াই যেখানে জেতা যায় না। ’
পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বিজয়ী। গত মৌসুমে আল নাসরের হয়ে ৩৫ এবং পর্তুগালের হয়ে ৮ গোল করেন। জাতীয় দলকে নিয়ে জেতেন ইউইএফএ নেশনস লিগ।
এদিকে রোনালদোর মতোই এবারও ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড ও অধিনায়ক লিওনেল মেসির।
২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসে এক জমকালো আয়োজনে। বর্ষসেরা এই পুরস্কার জয়ীর নাম নির্ধারিত হবে সাংবাদিকদের ভোটে।
একনজরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলাররা:
উসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ), জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ), দিজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং ব্রট হলান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্তর ইয়োকেরেশ (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক আলিস্তার (লিভারপুল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনিয়া (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোহিয়ান ভিয়েৎস (লিভারপুল), ভিতিনিয়া (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
এমএইচএম