সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনেজ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল থেকে প্রায় ৪৬.৩ মিলিয়ন পাউন্ড (৬২ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে তাকে তিন বছরের জন্য দলে নিয়েছে সৌদির সবচেয়ে সফল এই ক্লাবটি।
শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়। জানুয়ারিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছেড়ে দেওয়ার পর নতুন বড় তারকা খুঁজছিল আল হিলাল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস প্রস্তাব ফিরিয়ে দেন, আর ভিক্টর ওসিমেনের প্রতিও আগ্রহ দেখিয়েছিল তারা।
লিভারপুলে নুনেজের সময়টা মিশ্র অভিজ্ঞতার ছিল। দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিলেও নিজেকে প্রথম পছন্দের সেন্টার-ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। ক্লাবটির হয়ে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেছেন, গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছেন। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে মাত্র একটি লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং পুরো মৌসুমে ৪৭ ম্যাচে করেন ৭ গোল।
এদিকে লিভারপুল ইতিমধ্যেই আক্রমণভাগ শক্তিশালী করতে হুগো একিটিকে ও ফ্লোরিয়ান ভার্টজকে দলে নিয়েছে এবং নিউক্যাসল স্ট্রাইকার আলেকসান্দার ইসাকের প্রতিও আগ্রহী—ফলে নুনেজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি লিগ ইউরোপের অনেক তারকা ফুটবলারকে দলে টানছে। করিম বেনজেমা, সাদিও মানে, রিয়াদ মাহরেজদের মতো তারকারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন।
আল হিলাল সাম্প্রতিক সময়ে ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমক দেখিয়েছে। দলে আছেন কালিদু কুলিবালি, সের্গেই মিলিনকোভিচ-সাভিচ, জোয়াও কানসেলো ও আলেকসান্দার মিত্রোভিচের মতো তারকা। কোচের দায়িত্বে আছেন দুইবারের চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপ সিমোনে ইনজাগি।
সৌদি প্রো লিগে রেকর্ড ১৯ বার চ্যাম্পিয়ন এবং চারবার এশিয়ান শিরোপাজয়ী এই ক্লাব গত মৌসুমে আল ইত্তিহাদের কাছে শিরোপা হাতছাড়া করেছিল।
এমএইচএম