ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

ফুটবল

এএফসি চ্যালেঞ্জ লিগ: বসুন্ধরা কিংসে যোগ দিতে কাতারে কিউবা মিচেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, আগস্ট ১০, ২০২৫
এএফসি চ্যালেঞ্জ লিগ: বসুন্ধরা কিংসে যোগ দিতে কাতারে কিউবা মিচেল কিউবা মিচেল/সংগৃহীত ছবি

বসুন্ধরা কিংসের নতুন মিডফিল্ডার কিউবা মিচেল প্রথমবারের মতো ক্লাবের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচকে সামনে রেখে তিনি আগেই কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

রোববার সকালে ইংল্যান্ড থেকে দোহায় পৌঁছান ১৯ বছর বয়সী কিউবা। পৌঁছেই বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দেন তিনি। একই দিনে দুপুরে ঢাকা থেকে রওনা দেন দলের বাকি খেলোয়াড়রা—যাদের মধ্যে আছেন তপু বর্মণ, সাদ উদ্দিন ও রাকিব হোসেন। তারা কাতারেই কিউবার সঙ্গে মিলিত হবেন।

ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব–২১ দলে খেলা এই তরুণকে গত মাসের শেষ দিকে চমকপ্রদভাবে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। নিবন্ধনের শেষ দিনেই কিউবাকে এএফসি চ্যালেঞ্জ লিগের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। সব ঠিক থাকলে সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে ম্যাচ দিয়েই কিংসের হয়ে অভিষেক হবে তার। ক্লাবটির বড় আশা, এই তরুণ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারবেন।

আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাতে দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচটি। ফেডারেশন কাপজয়ী বসুন্ধরা কিংসের জন্য এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ জয় পেলেই তারা ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া মূল এএফসি চ্যালেঞ্জ লিগে জায়গা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, এবারের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চলের ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। একমাত্র নকআউট ম্যাচে জয়ী পাঁচটি দলই মূল পর্বে খেলার টিকিট পাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।