ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়েছেন এক সময়ের সাফজয়ী নারী ফুটবলার রেহেনা আক্তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।
খেলাধুলার ময়দানে পরিচিত মুখ রেহেনা ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে নিয়মিত ছিলেন। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই আসরে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহেনা জাতীয় দলে জায়গা না পেলেও বয়সভিত্তিক প্রায় সব স্তরে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সাফ ছাড়াও খেলেছেন একাধিক এশিয়ান কোয়ালিফায়ার্সে।
অ্যাকাডেমিক ও ক্রীড়াজীবনের বাইরে রেহেনার রয়েছে সাংগঠনিক কাজের অভিজ্ঞতাও। নিজ জেলা ঝালকাঠির রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সক্রিয় সদস্য তিনি। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে রেহেনা বলেন, ‘নির্বাচনের ঘোষণা শুনেই সিদ্ধান্ত নিই প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মূল লক্ষ্য মেয়েদের ক্রীড়া সুযোগ বাড়ানো। বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হিসেবে সেটিই করার সুযোগ পাব। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ হিসেবে হলের অনেকেই আমাকে চেনেন ও সমর্থন করেন। সম্ভবত সে কারণেই আমার বিপক্ষে আর কেউ প্রার্থী হননি। ’
এআর/আরইউ