লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মায়োর্কাকে হারিয়েছে আলোন্সোর শিষ্যরা।
খেলার ১৮ মিনিটে ভেদাত মুরিকির গোলে এগিয়ে যায় মায়োর্কা। তবে প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় রিয়াল। আর্দা গুলের সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর আরও তিনবার বল জালে পাঠিয়েছিল স্বাগতিকরা। তবে অফসাইড ও হ্যান্ডবলের কারণে সেগুলো বাতিল হয় ভিএআরে।
পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বলের দখল রাখে রিয়াল মাদ্রিদ। গোলের উদ্দেশে নেয় ১৭ শট, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। মায়োর্কাও পিছিয়ে ছিল না। সফরকারীরা ৯ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটেই অহেলিয়া চুয়ামেনির শটে গোলের চেষ্টা করে তারা। দুই মিনিট পর কিলিয়ান এমবাপ্পে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
তবে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে আধিপত্য দেখাতে থাকে আলোন্সোর দল। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে গুলের হেডে গোল করেন। এক মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে ভিনিসিয়ুস এনে দেন কাঙ্ক্ষিত জয়।
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ভাগ্য সহায় হয়নি এমবাপ্পে ও গুলেরের। ভিএআরে বাতিল হয় গুলেরের হাত ছোঁয়া থেকে হওয়া এক গোল। গোল লাইন থেকে বল ক্লিয়ার করে দেন নবাগত আলভারো কারেরাসও।
শেষ দিকে একাধিক পরিবর্তন এনে মাঠে নেমেছিলেন দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহাল। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।
প্রথম তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জাবি আলোন্সোর দল। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া মায়োর্কা আছে ১৮তম স্থানে।
আরইউ