ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

মৌসুমের পাঁচ ট্রফিতেই চোখ কিংস সভাপতির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ২, ২০২৫
মৌসুমের পাঁচ ট্রফিতেই চোখ কিংস সভাপতির ছবি: সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে শুরু করে ঘরোয়া মৌসুম, সব জায়গাতেই সাফল্যের স্বপ্ন দেখছে বসুন্ধরা কিংস। নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টাইন মারিও গোমেজ দায়িত্ব নেওয়ার পর দলকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে বহুগুণ।

ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, নতুন মৌসুমে তাদের মূল লক্ষ্য লিগ শিরোপা। গত আসরে লিগ হাতছাড়া হলেও চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতেছিল কিংস। তবে লিগে মোহামেডানের কাছে হেরে শিরোপা ধরে রাখতে না পারাটাই ছিল সবচেয়ে বড় আক্ষেপ। সেই শিরোপা ফেরত পাওয়ার মিশনেই এবার নামছে দল।

ইমরুল বলেন, ‘লিগের গুরুত্ব অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে বেশি। তাই আমাদের প্রথম টার্গেট লিগ ট্রফি পুনরুদ্ধার করা। এর সঙ্গে স্বাধীনতা কাপ ও সুপার কাপ যোগ হয়েছে। সব মিলিয়ে আমরা পাঁচটি ট্রফিই চাই। ’

ক্লাবের ইতিহাসে এবারই প্রথম লাতিন আমেরিকান কোচের ছোঁয়া আসছে। এর আগে স্পেনের অস্কার ব্রুজোন ও রোমানিয়ার ভ্যালেরিও তিতা ছিলেন প্রধান কোচ। নতুন কোচ নিয়ে আশাবাদী সভাপতি জানান, ‘গত মৌসুমে শুধু ট্রফি হারাইনি, খেলার ছন্দও হারিয়ে ফেলেছিলাম। আমরা চাই, পুরোনো কিংসকে ফিরিয়ে আনতে। সেই কারণেই লাতিন কোচ আনা হয়েছে। ’

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্ব দিয়েই মাঠে নামবে কিংস। গোমেজ এর আগে ২০১৫ সালে মালয়েশিয়ার ক্লাব জোহোর দারুল তাকজিমকে এএফসি কাপ জিতিয়েছিলেন। সেটিই এখন কিংসের বড় অনুপ্রেরণা। ইমরুলের আশা, ‘কোচের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সহায়তা করবে। নতুন ফরম্যাটে পরিকল্পনাও আলাদা। সব মিলিয়ে নতুন মৌসুম নিয়ে আমরা আশাবাদী। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।