ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ইসরায়েলি ক্লাবের সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ ঘোষণায় উত্তাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, অক্টোবর ১৮, ২০২৫
ইসরায়েলি ক্লাবের সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ ঘোষণায় উত্তাল ইংল্যান্ড সংগৃহীত ছবি

নিরাপত্তা উদ্বেগের কারণে আগামী মাসে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংলিশ ক্লাবটির এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অনেকেই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন।

বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটির নিরাপত্তা সার্টিফিকেট প্রদানকারী সংস্থা ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানায় যে, ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সফরকারী দলের কোনো সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ’

ক্লাবটি আরও জানায়, ‘পুলিশ এসএজি-কে জানিয়েছে যে স্টেডিয়ামের বাইরে জননিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং ম্যাচের দিন সম্ভাব্য বিক্ষোভ সামলানোর সক্ষমতা নিয়েও তারা চিন্তিত। ’

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, ‘বর্তমান গোয়েন্দা তথ্য এবং পূর্ববর্তী বিভিন্ন ঘটনা, বিশেষ করে ২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স ও ম্যাকাবি তেল আবিবের ম্যাচে সহিংস সংঘর্ষ ও বিদ্বেষমূলক অপরাধের ভিত্তিতে’ ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশের বক্তব্য, ‘আমাদের পেশাদার বিবেচনায় আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ জননিরাপত্তার ঝুঁকি কমাতে সহায়ক হবে। ’

গত বছর আমস্টারডামে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি সমর্থকদের সংঘর্ষে কয়েক ডজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন, এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এবং লন্ডনভিত্তিক ‘জিউইশ লিডারশিপ কাউন্সিল’।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে স্টারমার বলেন, ‘এটি একটি ভুল সিদ্ধান্ত। ’ তিনি আরও যোগ করেন, ‘পুলিশের দায়িত্ব হলো যেন সব ফুটবল ভক্ত সহিংসতা বা ভয়ের আশঙ্কা ছাড়াই খেলা উপভোগ করতে পারে তা নিশ্চিত করা। ’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে এই কাপুরুষোচিত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ’

‘জিউইশ লিডারশিপ কাউন্সিল’ জানিয়েছে, ‘এটি এক বিকৃত সিদ্ধান্ত যে, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সফরকারী দলের সমর্থকদের নিষিদ্ধ করা হলো। এই সিদ্ধান্তের দায় অ্যাস্টন ভিলার নেওয়া উচিত, এবং ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা উচিত। ’

অন্যদিকে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ফুটবল দলগুলোকে নিষিদ্ধ করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ‘গেম ওভার ইসরায়েল’ নামের প্রচারণার পরিচালক আশিষ প্রাশার আল জাজিরাকে বলেন, ‘আমরা প্রমাণ সংগ্রহ করেছি যে ফুটবল সংস্কৃতিকে গণহত্যার প্রচারণার জন্য ব্যবহার করা হচ্ছে। স্টেডিয়ামে বর্ণবাদ, ইউরোপে হামলা এবং সৈন্যদের দ্বারা গণহত্যাকে ফুটবল ইমেজে রূপ দেওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্ব ক্রীড়াঙ্গনে ইসরায়েলের কোনো স্থান নেই। ’

এর আগে ৩০ জনেরও বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনকে চিঠি দিয়ে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

তবে উয়েফা ব্রিটিশ কর্তৃপক্ষকে ইসরায়েলি সমর্থকদের নিরাপদে ম্যাচে যোগদানের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছে। ম্যাকাবি তেল আবিবের প্রধান নির্বাহী জ্যাক অ্যাঞ্জেলাইডসও এই সিদ্ধান্তে ‘গভীর হতাশা’ প্রকাশ করেছেন।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে যাতে সব সমর্থকের উপস্থিতিতে ম্যাচটি নিরাপদে আয়োজন করা যায়। স্থানীয় মেয়র রিচার্ড পার্কারও একটি ‘কার্যকর সমাধান’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন, প্রয়োজনে যার অতিরিক্ত খরচ সরকার বহন করতে পারে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ