ফুটবলের বিশ্বে নতুন করে ইতিহাস লিখল আফ্রিকার দেশ মরক্কো। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা।
এটি শুধু অনূর্ধ্ব-২০ নয়, মরক্কোর ইতিহাসে যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপেও প্রথম শিরোপা।
মরক্কোর এই জয়ের নায়ক ইয়াসির জাবিরি। পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব এফসি ফামালিকাওয়ের এই ফরোয়ার্ড প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির আগে দুই গোলের লিডই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।
এই টুর্নামেন্টে মরক্কোর যাত্রা ছিল অনন্য। নকআউট পর্বে তারা পরপর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। এরপর আর্জেন্টিনাকে হারিয়ে ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল তারা। ২০০৯ সালে সর্বশেষ আফ্রিকার দল হিসেবে এই ট্রফি জিতেছিল ঘানা।
অন্যদিকে টুর্নামেন্টে অপরাজিত থাকা আর্জেন্টিনার জন্য ছিল এটি প্রথম হার, আর সেটিই এল ফাইনালে। সপ্তম শিরোপা জয়ের স্বপ্নে থাকা লাতিন পরাশক্তির স্বপ্ন শেষ হলো মরক্কোর তরুণদের জয়ের উল্লাসে।
আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠেছিল তাদের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই। বায়ার লেভারকুজেনের ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ছিলেন না দলে।
মরক্কোর সিনিয়র দল অবশ্য আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে তারা শেষ পর্যন্ত হেরেছিল ফ্রান্সের বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী গ্রীষ্মের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে।
আরইউ