ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাপান-আইভরিকোস্ট

প্রথমার্ধ শেষে জাপান ১-০ তে এগিয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
প্রথমার্ধ শেষে জাপান ১-০ তে এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: জাপান বনাম আইভরিকোস্টের খেলায় প্রথমার্ধ শেষে এশিয়ার প্রতিনিধিরা ১-০ গোলে এগিয়ে। অত্যন্ত সুন্দর ছোট-বড় পাসে জাপান তার প্রথমার্ধ শেষ করেছে।

যা মুগ্ধ করেছে প্রত্যেক ফুটবল প্রেমীকেই।

এবারের বিশ্বকাপে নিজেদের ও এশিয়ার প্রথম ম্যাচের ১৬ মিনিটে কেইসুক হোন্ডার গোলে ১-০ তে এগিয়ে গেছে জাপান।

রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় জাপানের খেলার মধ্য দিয়ে এবারের আসরের প্রথম কোনো এশিয়ান দলের খেলা শুরু হয়েছে।

এশিয়াবাসীর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। তারপর আবার জাপান রয়েছে এগিয়ে।

আর বিশ্লেষকদের ভাষায়, এ ম্যাচটি হবে বিশ্বকাপের এ পর্যন্ত সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা।

আর এ গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ার জয়ই কাম্য সবার।

জাপান ও আইভরিকোস্ট দুই দলই এ ম্যাচে খেলছে আক্রমনাত্মক ফুটবল। তবে জাপানের সমন্বয় ফুটবল বেশ নজর কেড়েছে। এ দুই দলের মধ্যে লড়াইটা বেশ জমেও উঠেছে।

আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।

কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।

জাপান একাদশ
ইজি কাশিমা (১), আতসুতো উচিদা (২), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), মায়া ইয়োশিদা (২২),  কেইসুক হোন্ডা (৪), শিনজি ওকাজাকি (৯), শিনজি কাগাওয়া (১০), হোতারু ইয়ামাগুচি (১৬), মাকোতো হাসেবে (১৭), ইউয়া ওসাকো (১৮)।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।