ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

ফুটবল

শুধু ড্র’য়ের জন্য মাঠে নামবেন না মারকুইজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জুন ২২, ২০১৪
শুধু ড্র’য়ের জন্য মাঠে নামবেন না মারকুইজ রাফায়েল মারকুইজ

ঢাকা: গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে ২৩ জুন ব্রাজিলের রেসিফে স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং মেক্সিকো। মেক্সিকান অধিনায়ক রাফায়েল মারকুইজ এই ম্যাচ জিততে দৃঢ় প্রত্যায়ী।



৩৫ বছর বয়সী এই অধিনায়ক জানেন তার দলকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আরো এক পয়েন্ট নিশ্চিত করতে হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে অবশ্যই ইউরোপীয়ানদের বিপক্ষে জয়ই চাইবে মারকুইজ।

শুধুমাত্র এক পয়েন্ট না, মারকুইজ তার সতীর্থদের পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার জন্য উৎসাহিত করে চলেছেন। তিনি বলেন, ‘আমরা শুধু ড্রয়ের জন্য মাঠে নামব না। আমরা আমাদের খেলার ধরণও পাল্টাবো না। ক্রোয়েশিয়া তাদের সর্বোচ্চ চেষ্টা করবে জয়ের জন্য। আমরাও তাই করব। ’

মারকুইজের মেক্সিকো বিশ্বমঞ্চে নিজেদের প্রথম খেলায় ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। পরের ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে গোলশূন্য ড্র উপহার দেয়া মারকুইজ বাহিনী এবার স্বপ্ন দেখছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবার।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, ২২ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।