ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শূন্য হাতে বাড়ি ফিরল ইংলিশরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
শূন্য হাতে বাড়ি ফিরল ইংলিশরা ছবি : সংগৃহীত

শেষ ম্যাচেও মান রক্ষা হলো না ইংল্যান্ডের। কোনো জয় ছাড়াই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল ১৯৬৬’র বিশ্বচ্যাম্পিয়ানরা।



মঙ্গলবারের কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচেও তারা জয়ের দেখা পায়নি। ড্র করে মাঠ ছেড়েছে। ব্রাজিল বিশ্বকাপে সাফল্য বলতে এতটুকুই। এর আগের দুই ম্যাচে উরুগুয়ে ও ইতালির বিরুদ্ধে ইংলিশরা হারে ২-১ গোলের ব্যবধানে।

অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই মাঠ ছাড়ল শক্তিশালী কোস্টারিকা। একইদিনে হাইভোল্টে ম্যাচে উরুগুয়ে ১-০ গোলের ব্যবধানে হারায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ান ইতালিকে। এর ফলে ইতালির বিশ্বকাপ মিশন শেষ।

খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে কোনো দলেই গোলের শেষমেষ গোলের দেখা পায়নি।


খেলার শুরু থেকেই দুই দল সমান সমান আক্রমণ করে গেছে। তবে বল কোস্টারিকার চেয়ে ইংল্যান্ডের দখলে ছিল বেশি।

কোস্টারিকা পায়ে বল ছিল  ৪৪ ভাগ আর ইংল্যান্ডের পায়ে ৫৬ ভাগ।   ইংল্যান্ড গোলপোস্ট লক্ষ্য করে শট করে আটটি। এদের মধ্যে একটি ছাড়া বাকিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে কোস্টারিকার টারটি শটের মধ্যে দুইটি সফলতা মুখ দেখলেও গোল পাননি তারা। খেলায় মোট তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। একচন কোস্টারিকা (গিয়ানকারলো গঞ্জালেস) অন্য দুইজন ইংল্যান্ডের (রস বার্কলে) ও ড্যানিয়েল স্টুরিজ।  

খেলার ১২ ও ১৮ মিনিটে ইংল্যান্ডের  ড্যানিয়েল স্টুরিজ (৯) দুইটি সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেননি। কোস্টারিকা ফাউল করেছে ১৮টি আর ইংল্যান্ড ১৬টি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।