ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গতবারের চেয়ে নিজেদের শক্তিশালী ভাবছেন মুলার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
গতবারের চেয়ে নিজেদের শক্তিশালী ভাবছেন মুলার

ঢাকা: কোচ জোয়াকিম ল্যো’র ওপর আস্থা পোষণ করে জার্মানি ফুটবল দলের স্ট্রাইকার থমাস মুলার বলেছেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের (২০১০) চেয়ে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণকারী জার্মানি দল অনেক শক্তিশালী।

মুলার বলেন, ২০১০ বিশ্বকাপের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী।

ওই সময় আমাদের যে কোয়ালিটি ছিলনা এখন তা হয়েছে। ম্যাচকে পেছন থেকে তুলে আনার সার্মথ্য হয়েছে আমাদের।  

নকআউট পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ সম্পর্কে বার্য়ান মিউনিখের এ ফরোয়ার্ড বলেন, প্রথমার্ধে আমার খারাপ পারফর্ম করেছি। ম্যাচটিতে আমরা জয় পেলেও অনেক ভুল ছিল।

আগামী শুক্রবার রিও ডি জেনিরিওতে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।