ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচ ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচের গোলশূন্য প্রথমার্ধের পর  দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অতিরিক্ত সময়ের খেলায় গড়ালো ম্যাচটি।



এর আগে ম্যাচের ৪৯ মিনিটে ডাচ ফরোয়ার্ড রোবেনকে অবৈধভাবে বাধা দেওয়ায় ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্টিন ডেমিচেলিস।

দ্বিতীয়ার্ধের খেলার ১০ মিনিটি পেরিয়ে গেলেও কোনো দলই গোল করার সুযোগ সৃষ্টি করতে না পারায় ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত গোলশূন্য রয়ে ‍যায় হল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ।

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত দু’দলই মধ্যমাঠের দখল নিয়ে খেলার চেষ্টা করছে। বল পজেশনে সমতায় থাকা দুদলই কাঙ্ক্ষিত গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থই রয়ে যায়।

৬২ মিনিটে ডাচ কোচ লুই ফন গাল তার দ্বিতীয় বদলি খেলোয়াড় মাঠে নামান। নাইজেল ডি জংয়ের বদলি হিসেবে মাঠে নেমেন জর্ডি ক্লাসি।

গোলহীন খেলার ৭৫ মিনিটে গ্যালারিভর্তি দর্শক গোলের দেখা পান! কিন্তু না হিগুয়েনের সাইড নেটে লাগা শটকেই গোল ভেবে ভুল করেন দর্শকরা।

ম্যাচের ৮২ মিনিটে জোড়া বদলি খেলোয়াড় মাঠে নামান আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেয়া। পেরেজের বদলি হিসেবে প্যালাসিও এবং হিগুয়েনের বদলি হিসেবে খেলতে নামেন সার্জিও অ্যাগুয়েরো।

৮৭ মিনিটে গোলরক্ষক সিলেসেনের পরীক্ষা নেওয়ার সুযোগ পান আর্জেন্টাইন আগুয়েরে। কিন্তু ডিবক্সের ভেতরের বলটিতে শট করার আগেই ডাচ ডিফেন্ডার ভ্লার তা ক্লিয়ার করেন।

৯০ মিনিটে নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার আগে অল্পের জন্য গোলবঞ্চিত হয় হল্যান্ড। গোলবারে কাছ থেকে নেওয়া রোবেনের শট মাশ্চেরানোর ‍পায়ে লেগে বারের পাশ দিয়ে চলে যায়।

এর আগে প্রথমার্ধে চব্বিশ বছর পর কাঙ্ক্ষিত ফাইনালের প্রত্যাশায় হল্যান্ডের মুখোমুখি হওয়া ‍আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনালের যেতে মরিয়া ডাচরাও কোনো গোল না পাওয়ায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ গোলশূন্য রয়ে যায়।

খেলার ২ মিনিটে বল নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার লাভেজ্জি ডাচদের ডিবক্সের ভেতরে ঢুকে পড়েন। কিন্তু হল্যান্ডের গোছানো রক্ষণভাগ তাকে প্রতিহত করেন।

ম্যাচের ৬ মিনিটে ডাচ মিডফিল্ডার স্নেইডার আর্জেন্টিনার বিপদজনক সীমানায় বল বাড়িয়ে দেন রোবেনের উদ্দেশ্যে। তবে জাবালেতা প্রস্তুত থাকায় কোনো বিপদ ঘটেনি।

ম্যাচের ১৫ মিনিটে ডিবক্সের বাইরে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিক রুখতে ডাচদের তোলা দেওয়ালের ফাঁক দিয়ে জোরালো শট করেন লিওনেল মেসি। কিন্তু ডাচ গোলরক্ষক দারুণ দক্ষতায় বলটি তালুবন্দী করেন।

ম্যাচের ২৪ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান লাভেজ্জি। কর্নার কিক থেকে শূন্যের বল ডিবক্সের ভেতরে পেয়েও হেড করে লক্ষ্যভেদ করতে পারেননি লাভেজ্জি।

এরপর ২৫ মিনিটে ডি জিংয়ের বাড়ানো বল আর্জেন্টিনার ডিবক্সের ভেতর পেয়ে যান ফন পার্সি কিন্তু সতর্ক এজেকুয়েল গ্যারে বলটি ক্লিয়ার করেন।

ম্যাচের ৩২ মিনিটে ডিভ্রিজের ভলিতে হেড করতে উদ্বত ফন পার্সিকে হতাশ করে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো।

৩৬ মিনিটে আবারও ডান পাশ দিয়ে হল্যান্ডের বক্সের ভেতর ক্রস করেন লাভেজ্জি। কিন্তু তার বাড়িয়ে দেওয়া বল হিগুয়েনের কাছে পৌঁছানোর আগেই ডাচ ডিফেন্ডার ভ্লার ক্লিয়ার করে দেন।

ম্যাচের ৪৫ মিনিটে খেলায় প্রথম হলুদ কার্ড দেখেন ডাচ ডিফেন্ডার মার্টিন্স ইন্ডি।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।