ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

ফুটবল

ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩০, জুলাই ১১, ২০১৬
ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

ঢাকা: আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ইউরোপিয়ান (ইউরো) চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ছন্দময় ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলের একাশদ। এতে বড় তারকা পর্তুগিজ রোনালদো যেমন রয়েছেন, তেমনি আছেন তরুণ তুর্কি সানচেজ, নানিরা। অন্যদিকে ফরাসিদের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত পগবা, গ্রিজম্যান, পায়েট ও জিরুডরা।

ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের ম্যাচ শুরু রোববার (১০ জুলাই) দিনগত রাত ১টায়।

পর্তুগাল একাদশ: রুই প্যাট্রিসিও (গোলরক্ষক), সোয়ারেস, পেপে, হোসে ফন্তে, গুয়েরেইরো, মারিও, কারভালহো, সিলভা, সানচেজ, নানি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

ফ্রান্স একাদশ: লোরিস, সানিয়া, কোশিয়েনলি, উমতিতি, এভরা, পগবা, মাতুইদি, সিসোকো, গ্রিজম্যান, পায়েট ও জিরুড।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ