ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হতাশ টিটু, সন্তুষ্ট গোপাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
হতাশ টিটু, সন্তুষ্ট গোপাল ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ময়মনসিংহ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে হতাশ আরামবাগ ক্রীড়া চক্রের কোচ সাইদুল বারী টিটু। আর খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাদার্স ইউনিয়নের কোচ বাল গোপাল মহার্জন।

মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ দু’ কোচ।

সংবাদ সম্মেলনে আরামবাগ ক্রীড়া চক্রের কোচ সাইদুল বারী টিটু জানান, উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। খেলোয়াড়দের অনভিজ্ঞতার কারণেই ২-১ গোলে এগিয়ে থেকেও আমাদের শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে। তবে ম্যাচটি আনন্দায়ক ছিল। ড্র কারো জন্যই ভালো না। ছেলেদের অল-আউটে যাবার মতো বডি ল্যাঙ্গুয়েজও ছিল না। আমরা পূর্ণ দুই পয়েন্ট বঞ্চিত হয়েছি। কিন্তু ময়মনসিংহবাসী এ ম্যাচ দেখে আনন্দ পেয়েছে। দু’দলেরই জেতার সুযোগ ছিল।

আরামবাগের কোচ বাল গোপাল মহার্জন জানান, আমি খেলোয়াড়দের সর্বাত্মক প্রচেষ্টায় সন্তুষ্ট। ৫ মিনিটেই আমরা গোল পেয়েছি। কিন্তু গত ৪ টি ম্যাচের একটিতেও আমরা জয় পাইনি। পরের ম্যাচে আমরা ভালো খেলবো বলে আশাবাদী। খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগষ্ট ০৯, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।