ঢাকা: প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো। খুব শিগগিরই মাঠে ফেরার লক্ষ্যে রিয়াল মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং সেন্টারে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইউরো জয়ী পর্তুগিজ আইকন।
গত মাসে (১১ জুলাই) ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালে হাঁটুতে চোট পেয়ে খেলা শুরুর ২৫ মিনিটেই মাঠ ছেড়েছিলেন রোনালদো। এরপর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তাকে আর দেখা যায়নি। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই-ই করছেন সিআর সেভেন।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করে কঠোর পরিশ্রমের জানান দেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘ভালো অনুভব করছি। শিগগিরই আমি ফিরবো। ’ বোঝাই যাচ্ছে মাঠে ফিরতে কতটাই না মরিয়া তিনি।
শনিবার (২৭ আগস্ট) সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে রোনালদোর সম্ভাব্য ‘প্রত্যাবর্তন’ হতে পারে। কোচ জিনেদিন জিদান তাকে স্কোয়াডে রাখবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় ম্যাচটি শুরু হবে।
দু’সপ্তাহ বিরতির পর পরবর্তী ম্যাচে ওসাসুনার (১০ সেপ্টেম্বর, রাত ৮টা) মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। এর আগে রিয়াল সোসিয়েদাদের মাঠে (২১ আগস্ট) ৩-০ গোলের দুর্দান্ত জয়ে লিগ মৌসুম শুরু করে রোনালদোহীন রিয়াল।
২০১৫-১৬ মৌসুমে সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৫১টি গোল করে রিয়ালের সাফল্যে বড় অবদানই রাখেন রোনালদো। বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে লা লিগা শেষ করার পর তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা উচ্ছ্বাসে মাতে লস ব্লাঙ্কসরা।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমআরএম