ঢাকা: আগামী ২০১৮-১৯ মৌসুম থেকে নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগে দলগুলো অংশ নেবে। ইউরোপের শীর্ষ চারটি ঘরোয়া লিগের চারটি করে দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে সরাসরি জায়গা পাবে বলে জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কর্তৃপক্ষ।
এছাড়া, নতুন নিয়মে ইউরোপা লিগ জয়ী দলও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।
বর্তমানের নিয়মে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার র্যাংকিং অনুযায়ী বর্তমানের সেরা চারটি ঘরোয়া লিগ অনুষ্ঠিত হয় স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও ইতালিতে।
বর্তমান নিয়ম অনুয়ায়ী, ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের তিনটি করে দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। ইতালির দুটি দল সরাসরি খেলার সুযোগ পায়। তবে, তৃতীয় স্থানের দলটিকে প্লে-অফ খেলে অংশ নিতে হয়। লিগের চতুর্থ স্থানে থাকা দলটিকে প্লে-অফে জিতে আসতে হয়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৬
এমআরপি