ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দায়ভার আমার, ফুটবলারদের না: বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
দায়ভার আমার, ফুটবলারদের না: বার্সা কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: মেসি-নেইমার-সুয়ারেজদের বিপক্ষে তাদেরই মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় ১০ বছর পর স্পেনের শীর্ষ লিগে খেলতে আসা দেপোর্তিভো আলাভেস। আর নিজেদের মাঠে এমন হারের পর সব দোষ নিজের কাঁধে নিচ্ছেন বার্সা কোচ লুইস এনরিক।

৪-৩-৩ ফরমেশনে এনরিক তার প্রথম একাদশ সাজিয়েছিলেন। শুরু থেকেই রেখেছিলেন ব্রাজিলের তারকা নেইমারকে। অলিম্পিক জয়ী এই তারকা চলমান মৌসুমে প্রথমবারের মতো বার্সার হয়ে মাঠে নামেন। এছাড়া, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি আর আন্দ্রেস ইনিয়েস্তাকে প্রথম থেকে মাঠে নামাননি এনরিক। দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানো হয়েছিল।

লিগের প্রথম ম্যাচে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পেল্লেগ্রিনোর আলাভেস অ্যাতলেতিকোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পরের ম্যাচে তার শিষ্যরা স্পোর্টিং গিজনের সঙ্গেও গোলশূন্য ড্র করে। তখন ভাবা হয়েছিল নতুন দলগুলো লিগের ম্যাচে প্রায়ই পরাশক্তিদের হারিয়ে চমক সৃষ্টি করে। তবে, বার্সা কোচ এমনটি মনে করেন না। তার মতে, পেল্লেগ্রিনোর কৌশল তার দলকে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এনরিক জানান, আমার শিষ্যদের কোনো দোষ দেওয়া যাবেনা। তারা নিজেদের সেরাটা দিয়েই মাঠে খেলেছে। আলাভেসের কোচ দারুণ সব কাজ করিয়েছেন শিষ্যদের দিয়ে। আমি অবাক হয়েছি। যদিও আমরা ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলাম, তারপরও প্রতিপক্ষ আমাদের কোনো সুযোগ দেয়নি। মাঠে তারা কঠোর পরিশ্রম করেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে।

এই হারে ৬ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে এনরিকের বার্সা। গোল পার্থক্যে কাতালানদের পেছনে ফেলে তিন নম্বরে আছে লাস পালমাস। ২০০০ সালের পর ক্যাম্প ন্যুতে লিগের ম্যাচে এই প্রথম স্বাগতিকদের হারানো আলাভেসের পয়েন্ট ৩ ম্যাচে ৫।

এনরিক আরও জানান, এ কথা কারো অজানা নয় যে, জয় পাওয়া ম্যাচগুলোতে কথা হয় দলের মূল খেলোয়াড়দের নৈপুণ্য নিয়ে। কিন্তু হেরে যাওয়া ম্যাচগুলোতে সমালোচনা করা হয় কোচের।  হারের পর কথা উঠেছে আমি কেন মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের ম্যাচের প্রথম থেকে খেলাইনি। নির্দিষ্ট কোনো ফুটবলারকে খেলানোর জন্য কোচকে দায়বদ্ধ থাকতে হবে ব্যাপারটি এমন নয়। দলের পরের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচ। আমি মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের নির্ভার রাখার জন্যই সাইড বেঞ্চে রেখেছিলাম। তাদের যখন মাঠে পাঠিয়েছি ততক্ষণে হয়তো আমরা ম্যাচ থেকে ছিটকে পড়েছিলাম। এতে আমার কোনো ফুটবলারকে দোষারোপ করা যাবেনা।

বার্সা কোচ যোগ করেন, এই হার আমাদের অনেক কিছু শিক্ষা দেবে। এখান থেকে আমরা নতুন করে অনেক কিছুই শিখতে পারবো, আমাদের নতুন করে অনেক কিছু ভাবাবে। আমরা কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় ত্রুটি ছিল এসব নিয়ে ভাবতে পারবো। তারা দুটি গোল করেছে মাত্র তিনটি শট থেকেই। যা ঘটেছে আমি তার দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। অনেক পরিবর্তন হয়তো কিছু কিছু সময় কাজে দেয়।

লিগের তিন ম্যাচে এখন পর্যন্ত বড় দুটি শিরোপা প্রত্যাশী দলের বিপক্ষে খেলেছে আলাভেস। তিন ম্যাচেই তারা অপরাজিত রয়েছে। প্রতিপক্ষের এমন অর্জনে বার্সা কোচ তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি তাদের দুর্দান্ত সাফল্যকে স্বাগত জানাই। তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। পেল্লেগ্রিনো তার শিষ্যদের ৫-৪-১ ফরমেশনে খেলিয়েছে। সে এটা প্রথমবারের মতো প্রয়োগ করেছে তা বলবো না। কিন্তু, তার এই কৌশল দারুণভাবে কাজে লেগেছে। যা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তারা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।