ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

এবার স্প্যানিশ সুন্দরীর প্রেমে মজেছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ২০, ২০১৬
এবার স্প্যানিশ সুন্দরীর প্রেমে মজেছেন রোনালদো! ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন সঙ্গীনি খুঁজে পেয়েছেন রিয়াল ‍মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো! স্প্যানিশ মডেল ডিসায়ার কোর্দেরোর সঙ্গে ‘ডেটিং’ শুরু করেছেন পর্তুগিজ আইকন। জানা যায়, দু’জনের যোগাযোগের সূচনাটা হয় ইন্সটাগ্রামের মাধ্যমে।

স্প্যানিশ গসিপ ম্যাগাজিন ‘কোরাজন সিজেডএন’র ‍দাবি, সম্পর্কটা আরো দৃঢ় করতে মাদ্রিদে অবস্থান করছেন কোর্দেরো। এক মাসেরও অধিক সময় ধরে নাকি দু’জন একসঙ্গে সময় কাটাচ্ছেন।

এর আগে ইংলিশ মডেল-অভিনেত্রী জিমা অ্যাটকিনসন ও রাশিয়ান মডেল ইরিনা শায়াকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন সিআর সেভেন। এবার রোনালদোর নতুন প্রেমিকা ২২ বছর বয়সী কোর্দেরো।

২০১৪ সালে স্পেনের সেরা সুন্দরীর মুকুট জিতেছিলেন কোর্দেরো। মিস ইউনিভার্সেও স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি ১০ম স্থান নিয়ে প্রতিযোগিতা শেষ করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।