ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মুখোমুখি বার্সা-অ্যাতলেতিকো, রেকর্ডের সামনে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
মুখোমুখি বার্সা-অ্যাতলেতিকো, রেকর্ডের সামনে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। দু’দলই নিজেদের সবশেষ ম্যাচে বড় ব্যবধানের জয় উদযাপনে মাতে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। এল ক্লাসিকোর মতোই এ যেন আরেকটি ক্লাসিক লড়াই!

ভিন্ন ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে আতিথ্য জানাবে রিয়াল মাদ্রিদ। জিতলেই বার্সাকে হটিয়ে টানা ১৭টি লিগ ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়বে গ্যালাকটিকোরা। ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ জিনেদিন জিদান। অসুস্থতাজনিত কারণে রোনালদো ও চোট পাওয়ায় আগের ম্যাচটি (২-০, এসপানিওলের বিপক্ষে) মিস করেছিলেন দু’জন।

হোম ভেন্যুতে লস ব্লাঙ্কসদের সামনে টানা আটটি লিগ ম্যাচ জয়ের হাতছানি। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় খেলা শুরু হবে। আর ন্যু ক্যাম্পে বার্সেলোনা-অ্যাতলেতিকো ম্যাচটি মাঠে গড়াবে দিবাগত রাত ২টায়। অনুশীলনে হাঁটুতে আঘাত পাওয়ায় এ ম্যাচটিতে সেন্টারব্যাক স্যামুয়েল উমতিতিকে পাচ্ছেন না বার্সা কোচ লুইস এনরিক।

উড়ন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে বার্সার মাঠে পা রাখবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। স্পোর্টিং গিজনের বিপক্ষে গত শনিবারের (১৭ সেপ্টেম্বর) ম্যাচে ৫-০ গোলের দাপুটে জয় পায় অ্যাতলেতিকো। একইদিন দেপোর্তিভো আলাভেসের কাছে হারের লজ্জা কাটিয়ে লেগানেসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কাতালানরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচবারের দেখায় চারবারই জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সা। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দু’দলের সবশেষ ম্যাচটিতে ২-০ (৩-২ অ্যাগ্রিগেট) গোলে জিতে মেসিদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছিল অ্যাতলেতিকো।

সে যাই হোক, লা লিগার পরিসংখ্যানে অ্যাতলেতিকোর বিপক্ষে যেন অপ্রতিরোধ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। সবশেষ ১২ ম্যাচেই অপরাজেয় তারা (১০ জয়, ২ ড্র)। ম্যাচপ্রতি গোলের গড় ২.২৫। ২০১০ সালের ফেব্রুয়ারির পর থেকে এক ম্যাচেও বার্সার বিপক্ষে দু’টির অধিক গোল করতে পারেনি অ্যাতলেতিকো। কোচ হিসেবে এখনো কাতালানদের বিপক্ষে লিগ ম্যাচে জয়ের স্মৃতি নেই সিমিওনের (৯ ম্যাচে ২ ড্র, ৭ হার)

পয়েন্ট টেবিলে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে তিনে বার্সা। দুই জয় ও দুই ড্রয়ে আট পয়েন্টে পাঁচ নম্বরে অ্যাতলেতিকো। এক পয়েন্টে এগিয়ে থেকে চারে লাস পালমাস ও এক ম্যাচ বেশি খেলা সেভিয়া (১১) দুইয়ে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।