ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ড ম্যাচে পেপেকে পাচ্ছেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ডর্টমুন্ড ম্যাচে পেপেকে পাচ্ছেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচে স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে স্কোয়াডে থাকলেও সাইডবেঞ্চে বসেই দলের জয় (২-১) উপভোগ করেন। লা লিগায় এসপানিওল ম্যাচটিতে (২-০) পুরো নব্বই মিনিট খেললেও চোট পান হাঁটুতে।

তাই সবশেষ দুই ম্যাচে দলের সেরা ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নেননি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে খেলায় ফিরতে চোখ রাখছেন পেপে। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই দলের সবশেষ ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন ইউরো জয়ী পর্তুগিজ তারকা।

৩৩ বছর বয়সী অভিজ্ঞ সেন্টারব্যাক পেপের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে তিনটি গোল হজম করে রিয়াল। ভিয়ারিয়ালের পর লাস পালমাসের বিপক্ষেও ড্রয়ের হতাশায় ডোবে জিদানের শিষ্যরা।

বুরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে মরিয়া গ্যালাকটিকোরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। পাঁচদিন পর (রোববার রাত সোয়া ৮টা) সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচে এইবারকে আতিথ্য দেবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।