ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

আবারও বিতর্কের মুখে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, অক্টোবর ১, ২০১৬
আবারও বিতর্কের মুখে সুয়ারেজ ছবি:সংগৃহীত

ঢাকা: বিতর্ক আর লুইস সুয়ারেজ যেন একই নাম! একের পর এক কেলেঙ্কারিতে খবরের শিরোনাম হয়ে ওঠেন উরুগুয়ের এ স্ট্রাইকার। সর্বশেষ ক্লাব বার্সেলোনার হয়ে খেলার সময় লাইনসম্যানের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন তিনি।

গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুরুশিয়া মনচেনগ্ল্যাডব্যাচের মাঠে যায় বার্সা। আর ম্যাচ চলাকালীন লাইনম্যানের একটি সিদ্ধান্ত মানতে না পারায় বাজে আচরণ করেন তারকা এ ফুটবলার। যদিও ম্যাচে কাতালানরা ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।

স্প্যানিশ একটি টেলিভিশনে সুয়ারেজের এমন আচরণের ভিডিও প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে সুয়ারেজ কোনো ধরনের শাস্তি পাচ্ছেন কিনা তা জানা যায়নি।

এর আগে গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ায় ফুটবল থেকে চার মাস নিষিদ্ধ ছিলেন সুয়ারেজ।

স্প্যানিশ টিভিতে প্রচার করা ভিডিওটি:

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।