ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা দুই ম্যাচে জয়হীন মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
টানা দুই ম্যাচে জয়হীন মেসিবিহীন আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির অভাবটা ভালোই টের পাচ্ছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার পর পেরুর মাঠেও একই ব্যবধানে (২-২) ড্রয়ের হতাশায় ডুবলো আলবিসেলেস্তেরা।

এগিয়ে থেকেও শেষদিকে ক্রিস্টিয়ান কুয়েভার পেনাল্টি গোলে টানা দুই ম্যাচে জয়হীন ম্যারাডোনার উত্তরসূরিরা।

খেলা শুরুর ১৫ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে সেন্টার ব্যাক রামিরো ফুনেস মোরি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এডগার্দো বাউজার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড পাওলো গুয়েরেরো।

মেসির অনুপস্থিতিতে তার জায়গায় খেলা উদীয়মান ফরোয়ার্ড পাওলো দিবালা কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি! ৬৫ মিনিটে তার বদলি হিসেবে তরুণ অ্যাঞ্জেল কোরেয়াকে মাঠে নামান বাউজা।

৭৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান গঞ্জালো হিগুয়েইন। ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু সাত মিনিট বাদেই পেনাল্টি পায় পেরু। স্পট কিকে বল জালে পাঠান মিডফিল্ডার কুয়েভা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই দু’দলকে সন্তুষ্ট থাকতে হয়।

আগামী বুধবার (১২ অক্টোবর) আর্জেন্টিনার সামনে মেসিবিহীন আরেকটি ম্যাচের চ্যালেঞ্জ। ঘরের ‍মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবেন ডি মারিয়া-আগুয়েরো-হিগুয়েইনরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় খেলা ‍শুরু হবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ৯ ম্যাচ শেষে তিন থেকে পাঁচে নেমে গেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দ্বিতীয় স্থানেই ব্রাজিল। এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উরুগুয়ে (১৯)। ১০ দলের পয়েন্ট টেবিলে পেরুর অবস্থান আট। ঠিক উপরেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি (১১)। ১২ পয়েন্টে ছয়ে প্যারাগুয়ে। আর্জেন্টিনার সমান ১৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় যথাক্রমে তিনে ইকুয়েডর ও চার নম্বরে কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম

আরও পড়ুন...
** বলিভিয়ার জালে নেইমারদের গোল উৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।