ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ইনজুরির কারণে সাইড বেঞ্চে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, অক্টোবর ১৫, ২০১৬
ইনজুরির কারণে সাইড বেঞ্চে ডি মারিয়া ডি মারিয়া-ছবি:সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ন্যানসির বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারছেন না প্যারিস সেন্ট জার্মেইর তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এছাড়া একই দলের থিয়াগো মোত্তাও চোট পাওয়ায় ম্যাচটিতে সাইড বেঞ্চে থাকতে হচ্ছে।

এর আগে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে যান ডি মারিয়া। আর দুটি ম্যাচে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন এ মিডফিল্ডার। তবে ফ্র্যান্সে তিনি ইনজুরি নিয়ে ফিরে আসেন।

ঠিক কি কারণে ইনজুরিতে আক্রান্ত ডি মারিয়া তা ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। তবে শনিবারের খেলায় খেলোয়াড়দের তালিকায় তার নাম রাখা হয়নি।

এ ম্যাচে আরেক আর্জেন্টাইন জাভিয়ার পাস্তেরোকে পাওয়া যাবে না। এছাড়া ম্যাক্সওয়েল ও সার্জি আয়ুরেরও স্তাদে মার্সেল পিকটে ভ্রমন করছেন না।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।