ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন সানচেজ ছবি: সংগৃহীত

চিলির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না আলেক্সিস সানচেজ। জাতীয় দলের সবশেষ (৮ নভেম্বর) ট্রেনিং সেশনে পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। পরে টেস্টের রিপোর্টে পেশীর ইনজুরি ধরা পড়ে।

ঢাকা: চিলির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না আলেক্সিস সানচেজ। জাতীয় দলের সবশেষ (৮ নভেম্বর) ট্রেনিং সেশনে পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড।

পরে টেস্টের রিপোর্টে পেশীর ইনজুরি ধরা পড়ে।

চলতি মাসে চিলিয়ানদের সামনে বিশ্বকাপ বাছাইয়ের দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি। ছয়দিন পর (বুধবার) ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে উরুগুয়েকে আতিথ্য দেবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

কলম্বিয়া ম্যাচে সানচেজের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তবে উরুগুয়ের বিপক্ষে দলের সেরা অস্ত্রকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। এক বিবৃতিতে জানানো হয়, সান্তিয়াগোতে থেকেই চিকিৎসা নেবেন সানচেজ এবং উরুগুয়ে ম্যাচ সামনে রেখে তার সার্বিক অবস্থা মূল্যায়ন করা হবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের পয়েন্ট টেবিলে চিলির অবস্থান পঞ্চম। ১০ ম্যাচ শেষে পাঁচ জয়, এক ড্র ও চার পরাজয়ে তাদের সংগ্রহ ১৬। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। শীর্ষ চারের বাকি তিন দল যথাক্রমে উরুগুয়ে (২০), ইকুয়েডর (১৭), কলম্বিয়া (১৭)। চিলির সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা।

দুর্দান্ত ফর্মে থাকা সানচেজের ফিটনেস সমস্যা আর্সেনালের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে (১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা) হাইভোল্টেজ ম্যাচে তার খেলার সম্ভাবনা যে অনিশ্চয়তা মুখে পড়লো! গানারদের জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে আটটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো সাতটি করিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।