ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ পর আবারো ‘এমএসএন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এক ম্যাচ পর আবারো ‘এমএসএন’ ছবি: সংগৃহীত

সবশেষ লা লিগায় জয় পায়নি মেসি-সুয়ারেজহীন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাঠে নামার আগে বার্সা সমর্থকদের সুসংবাদ দিলো কাতালান ক্লাবটি।

ঢাকা: সবশেষ লা লিগায় জয় পায়নি মেসি-সুয়ারেজহীন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাঠে নামার আগে বার্সা সমর্থকদের সুসংবাদ দিলো কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেল্টিকের বিপক্ষে দলে ফিরছেন মেসি। মেসি-নেইমারদের সঙ্গে জুটি বাধবেন লুইস সুয়ারেজ। চলমান চ্যাম্পিয়ন্স লিগের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ গোল করেছেন মেসি। দলের সঙ্গে অনুশীলন করেছেন দুই তারকাই।

গত লা লিগায় নিজেদের মাঠে মালাগার বিপক্ষে ছিলেন না মেসি-সুয়ারেজ। দলও জেতেনি। ম্যাচের আগে পেটের সমস্যায় বমি করেন মেসি। তাই তাকে মাঠে নামানো হয়নি। আর চলতি মৌসুমে লা লিগায় পঞ্চম হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন সুয়ারেজ। ফলে, তাকেও মাঠে পায়নি লুইস এনরিকের দলটি।

এবার বার্সাকে নামতে হবে সেল্টিকের মাঠে। তাই এক ম্যাচের বিরতি শেষে মেসি-সুয়ারেজ-নেইমার বা ‘এমএসএন’ আক্রমণত্রয়ীকে আবারো ফিরে পাচ্ছে কাতালান ক্লাবটি। সেল্টিকের বিপক্ষে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন মেসি।

গ্লাসগোতে বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় সেল্টিকের মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজ।

পঞ্চম রাউন্ডের ম্যাচের আগে নিজেদের খেলা চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বার্সা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংলিশ জায়ান্ট মানচেস্টার সিটি। গ্রুপের বাকি দল মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৪, অবস্থান তৃতীয় আর চার নম্বরে থাকা সেল্টিকের সংগ্রহ ২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।