ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে আবাহনীর কাছে আরামবাগের হার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
গোপালগঞ্জে আবাহনীর কাছে আরামবাগের হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে জেবি গ্রুপ বিপিএল ফুটবল লীগের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করেছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেবি গ্রুপ বিপিএল ফুটবল লীগের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করেছে।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু’দলের মধ্যে এ খেলার আয়োজন করা হয়।



খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মমিনুল ইসলাম মামুনের কর্নার কিক থেকে ৩৪ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উডোকার হেডে ১-০ গোলে এগিয়ে নেন দলকে।

এর আগে ম্যাচের প্রথম মিনিটে চট্টগ্রাম আবাহনীর ২৫ নম্বর জার্সিধারী মরক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবি ডি-বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৫ মিনিটে আরামবাগের মিডফিল্ডার ২৮ নম্বর জার্সিধারী এমডি আবদুল্লাহ চমৎকার ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬ মিনিটে আবাহনীর ডিফেন্ডার ৫ নম্বর জার্সিধারী নাসির উদ্দিন আহমেদ চৌধুরী ডি-বক্সের মধ্যে বল পেলেও শট করতে ব্যর্থ হন। ৪১ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড ৩১ নম্বর জার্সিধারী সাজিদ সহজ গোলের সুযোগ মিস করেন।

খেলার দ্বিতীয়ার্ধে আরামবাগ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে পড়েন। অপরদিকে, আবহনী গোল ব্যবধান বাড়াতে পাল্টা আক্রমণ চালায়। খেলার ৪৫ মিনিটে আরামবাগের আবু সুফিয়ানের ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে যায়, এতে সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় আবাহনী লিমিটেড ১-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।