ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫০ বছরেও দেখা যাবে ইব্রাকে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
৫০ বছরেও দেখা যাবে ইব্রাকে! ছবি: সংগৃহীত

গত অক্টোবরে ৩৫-এ পা রাখেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়স বাড়ার সাথে সাথে যেন পারফরম্যান্সেও উজ্জ্বল সুইডিশ আইকন। এতটাই যে, পঞ্চাশ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন বলে ইব্রার বিশ্বাস।

ঢাকা: গত অক্টোবরে ৩৫-এ পা রাখেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়স বাড়ার সাথে সাথে যেন পারফরম্যান্সেও উজ্জ্বল সুইডিশ আইকন।

এতটাই যে, পঞ্চাশ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন বলে ইব্রার বিশ্বাস।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯টি ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১০ বার। পিএসজি ছেড়ে ম্যানইউতে পাড়ি জমানো ইব্রাহিমোভিচের ‍কাছে বয়সটা যেন একটা সংখ্যা মাত্র! গত শনিবার (১৭ ডিসেম্বর) ওয়েস্ট ব্রমের বিপক্ষে জোড়া গোল করে ২০১৬-১৭ মৌসুমে নিজের গোলসংখ্যাটা ১৬-তে নিয়ে যান সাবেক বার্সা তারকা।

প্রাথমিক এক বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে সময়টা ভালোই উপভোগ করছেন ইব্রাহিমোভিচ। ইংলিশ জায়ান্টদের সঙ্গে নতুন চুক্তির প্রত্যাশা করতেই পারেন সাবেক সুইডিশ অধিনায়ক। রেড ডেভিলসদের আক্রমণভাগে কোচ হোসে মরিনহোর মূল ভরসা হয়ে উঠেছেন ইব্রা।

এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি সুখী অনুভব করছি, ভালো অনুভব করছি। এমনকি যদিও অামার বয়স ৩৫, মনের মধ্যে আমি ২০ বছর বয়সী। আমার বিশ্বাস, ৫০ বছর বয়সেও খেলতে পারবো। ’

‘আমার বয়স যত বাড়ছে, সেরাটা পাচ্ছি, যেন রেড ওয়াইন! আপনি রেড ওয়াইন পছন্দ করেন? আমি এর আদর্শ উদাহরণ। বয়স যত বাড়ছে, আমি ভালো খেলছি। ’-যোগ করেন ইব্রাহিমোভিচ।

বক্সিং ডে’তে (ক্রিসমাসের পরদিন) মৌসুমের গোল সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে সান্ডারল্যান্ডকে আতিথ্য দেবে ম্যানইউ। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হবে। একই সময়ে ওল্ড ট্রাফোর্ডেই বছরের শেষ দিনে মিডলসব্রোর মুখোমুখি হবে মরিনহোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।