ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা-রিয়ালের সামনে কঠিন প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বার্সা-রিয়ালের সামনে কঠিন প্রতিপক্ষ বার্সা লড়বে বিলবাওয়ের বিপক্ষে, অন্যদিকে রিয়ালের প্রতিপক্ষ শক্তিশালী সেভিয়া/ছবি: সংগৃহীত

স্প্যানিশ কাপের (কোপা দেল রে) শেষ ষোলোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ভাগ্যে জুটেছে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা লড়বে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে। অন্যদিকে শেষ ষোলোতে রিয়ালের প্রতিপক্ষ শক্তিশালী সেভিয়া।

ঢাকা: স্প্যানিশ কাপের (কোপা দেল রে) শেষ ষোলোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ভাগ্যে জুটেছে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা লড়বে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

অন্যদিকে শেষ ষোলোতে রিয়ালের প্রতিপক্ষ শক্তিশালী সেভিয়া।

ড্রয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে গতবারের রানার্সআপ সেভিয়া। জর্জ সাম্পাওলির দল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া বর্তমানে লা লিগার তৃতীয় স্থানে আছে। আগামী মাসে ১১ দিনের ব্যবধানে তিনবার মুখোমুখি হবে রিয়াল-সেভিয়া। ০৪ ও ১১ জানুয়ারি স্প্যানিশ কাপের শেষ ষোলোর ম্যাচের পর ১৫ জানুয়ারি লা লিগার ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে এই দুই দল।

এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন বার্সার প্রতিপক্ষ বিলবাও। ২০১৫ সালে এই বিলবাওকে হারিয়েই শিরোপা জিতেছিল মেসি-নেইমার-সুয়ারেজরা।

শিরোপার আরেক দাবিদার অ্যাতলেটিকো মাদ্রিদ তুলনামূলক সহজ দল লাস পালমাসকে পেয়েছে। ভালেন্সিয়ার প্রতিপক্ষ সেল্টাভিগো। আর ভিয়ারিয়াল খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এদিকে, আলকরকোন মুখোমুখি হবে করদোভার বিপক্ষে। দেপোরতিভোর প্রতিপক্ষ হিসেবে থাকছে আলাভেজ। ওসাসুনাকে চ্যালেঞ্জ জানাবে লা লিগার আসরে খেলা দল এইবার।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।