ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

সুয়ারেজের লাল কার্ডে আপিল করবে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সুয়ারেজের লাল কার্ডে আপিল করবে বার্সা ছবি:সংগৃহীত

লুইস সুয়ারেজের লাল কার্ডের বিপরীতে আপিল করবে বার্সেলোনা। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পর পর দুটি হলুদ কার্ড দেখায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচে প্রতিপক্ষের ফুটবলার কোকের সঙ্গে ট্যাকেলের কারণে রেফারি লাল কার্ড দেখান সুয়ারেজকে। তবে আপিল করে যদি তিনি ফিরতে পারেন তবেই ফাইনালে দেখা যাবে।

এ ব্যাপারে দলের কোচ লু্ইস এনরিক বলেন, ‘আমি আপিলের জন্য প্রস্তুত। বিগত দিনের দিকে তাকালে দেখা যাবে ভালো আপিলগুলোই আমাদের পক্ষে গেছে। আর ফাইনাল আগামী মে’তে হওয়ায় চিন্তা করার অনেক সময় রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এটা হতাশার যখন ফাইনালে আমি খেলোয়াড়দের মিস করবো। তবে আশাকরি এমন কিছুই হবে না। ’

দ্বিতীয় লেগে বার্সা ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ১-১ গোলে ড্র করে। দলের হয়ে একমাত্র গোলটি সুয়ারেজই করেন। আর দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।