বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামে রাজশাহী-বিকেএসপি। ম্যাচে বিকেএসপি ৫-২ গোলে হারিয়ে দেয় রাজশাহীকে।
রাজশাহীর হয়ে মুমিন আলি এবং মোহাম্মদ সামাবুদ্দিন একটি করে গোলের দেখা পান।
দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে ৪টায় রংপুরকে ২-০ গোলে হারায় ঢাকা অনূর্ধ্ব-১৮ দল। জয়ী দলের হয়ে দুটি গোলই করেন সাইফ শাহরিয়ার। ম্যাচের ৩২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন তিনি।
আগামীকাল গ্রুপপর্বের শেষদিনে চট্টগ্রাম জেলা মুখোমুখি হবে বরিশাল জেলার। আর সাতক্ষীরা জেলা লড়বে সিলেটের বিপক্ষে। শুক্রবার পর্যন্ত (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাবে।
৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তিনদিন বিরতি দিয়ে ৪ মে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।
প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রংপুর জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল ও ঢাকা জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, বরিশাল জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল ও সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি