ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা ভিনিসিয়াস জুনিয়র এখনো বিশ্ব ফুটবলের অপরিচিত নাম। ব্রাজিলিয়ানদের সেরা উদীয়মান এই তারকাকে চুক্তিবদ্ধ করতে চলেছে রিয়াল।
তবে, আপাতত রিয়ালে খেলা হচ্ছে না ভিনিসিয়াসের। তরুণ এই স্ট্রাইকারকে আরও দু’বছর অপেক্ষায় থাকতে হবে। ২০১৮ সালের বিশ্বকাপের পর রিয়ালে যোগ দেবেন তিনি। তখন ১৮ বছরে পা রাখবেন এই ব্রাজিলিয়ান বিস্ময়।
ভিনিসিয়াসকে দলে টানতে উঠেপড়ে লেগেছিল নেইমারের ক্লাব বার্সেলোনা। তবে, বার্সাকে টপকে এই তরুণের পেছনে অঢেল টাকা খরচ করতে রাজি ছিল রিয়াল। ৬১ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিতে আগ্রহী রিয়াল।
গত মৌসুমে ব্রাজিলের আরেক তরুণ তারকা গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের বিস্ময় বালক জেসুসকে নিতে ৩২ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল সিটিজেনদের।
ভিনিসিয়াস জুনিয়র এ বছর দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব-১৫ ফুটবল মাতিয়ে ৬ ম্যাচে গোল করেছিলেন ৬টি। আর অনূর্ধ্ব-১৭তে নাম লিখিয়ে খেলেছেন ১৯টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৭বার।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০৭ মে ২০১৭
এমআরপি