ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

ফুটবলের নতুন অধ্যায়ে দেখা যাবে বাতিস্তুতাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, মে ১১, ২০১৭
ফুটবলের নতুন অধ্যায়ে দেখা যাবে বাতিস্তুতাকে পেশাদার কোচিং ক্যারিয়ারে চোখ রাখছেন আর্জেন্টাইন গ্রেট গ্যাব্রিয়েল বাতিস্তুতা/ছবি: সংগৃহীত

অবসর নেওয়ার দীর্ঘ সময় পর ফুটবলের নতুন অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টাইন গ্রেট গ্যাব্রিয়েল বাতিস্তুতা! সাবেক তারকা স্ট্রাইকারকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড।

পরবর্তী মৌসুমে গিলের্মো আমরের বিকল্প খুঁজছে অ্যাডিলেড। তাদের প্রধান টার্গেট বাতিস্তুতাকে সই করানো।

এমন খবরই নিশ্চিত করেছেন ক্লাবের প্রধান নির্বাহী গ্রান্ট মায়ের। বুধবার (১০ মে) কোচের পদ থেকে সরে দাঁড়ান বার্সার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আমর।

তার অধীনে ২০১৫-১৬ মৌসুমের লিগ শিরোপা জেতে অ্যাডিলেড। কিন্তু, নবম স্থানে থেকে গত মৌসুম শেষ করে। সীমিত কোচিং অভিজ্ঞতা থাকলেও আমরের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ফেভারিট বাতিস্তুতা পেশাদার কোচিং ক্যারিয়ারে পা রাখতে যাচ্ছেন!

এক সাক্ষাৎকারে মায়ের বলেন, ‘গিলের্মো আমরের জায়গায় আমরা উপযুক্ত কাউকে খুঁজছি। বাতিস্তুতাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখানে বিকল্প প্ল্যানও রয়েছে। ’

২০০৫ সালে ফুটবল থেকে অবসরের পর অস্ট্রেলিয়ার পার্থে পাড়ি জমান বাতিস্তুতা। নব্বইয়ের দশকে অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন তিনি। ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার জার্সিতে ২০০টির অধিক গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ৫৪ বার প্রতিপক্ষের জালে বল জড়ান।

প্রসঙ্গত, ফিফার পরিসংখ্যানে বাতিস্তুতার নামের পাশে ৭৮ ম্যাচে ৫৬ গোল। ১৯৯৫ সালে স্লোভাকিয়া যুব দলের বিপক্ষে তার জোড়া গোলের স্বীকৃতি দেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গত বছর বাতিস্তুতার রেকর্ড ভেঙে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারের আসনে বসেন লিওনেল মেসি। মেসির গোলসংখ্যা এখন ১১৭ ম্যাচে ৫৮।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।